দিনাজপুরে মধ্যপাড়ায় পাথরের খনিতে কর্মরত শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য ৫২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি দিয়েছে জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি’র এর উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ তুলে দেন।
এর আগে গত ১৭ আগস্ট মধ্যপাড়ায় পাথরের খনিতে কর্মরত শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য ৫২জন শিক্ষার্থীকে অর্থ সহায়তা দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, মধ্যপাড়ায় পাথরের খনিতে কর্মরত খনিতে কর্মরত শ্রমিকদের মাসকি শিক্ষা উপবৃত্তি ছাড়াও বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবাপ্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ লক্ষ্যে সমাজ কল্যাণ সংস্থা ‘জিটিসি চ্যারিটি হোম’ স্থাপন করা হয়েছে। এতে একজন অভিজ্ঞ চিকিৎসক সপ্তাহে পাঁচদিন বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা দিয়ে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/কামাল