কুমিল্লার বুড়িচং উপজেলায় তুহিন নামে এক কলেজছাত্রকে অপহরণ করে নির্যাতনের সাত দিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন। তুহিন (১৯) উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মা ফেরদৌসী আক্তার জানান, তার ছেলে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা ২০ অক্টোবর রাতে শ্রীপুর গ্রামের কামাল মিয়ার বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করে। সাইফুল ইসলাম বাবুর গোবিন্দপুর পূর্ব পাশের বিল্ডিংয়ে নিয়ে তুহিনকে লোহার রড ও এসএস পাইপ দিয়ে মারধর করেন।
এ ঘটনায় ২০ অক্টোবর তুহিনের মা ফেরদৌসী আক্তার বাদী হয়ে চারজনকে নামীয়, ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে বুড়িচং থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন- উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. সাইফুল ইসলাম বাবু (৪৫), মো. নাফিজ উদ্দিন (১৯), শ্রীপুর গ্রামের মো. জহির (৪২) ও আবদুল আলিম (৪৫)।