বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালকের স্বাক্ষর জাল করে ১ কোটি ৮৬ লক্ষ টাকা আত্মসাতের মামলায় গাইবান্ধার হিসাবরক্ষক (বরখাস্ত) আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
আনিছুর রহমান ২০১৪ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ জুলাই পর্যন্ত গাইবান্ধা বিআরডিবি’র হিসাবরক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তদন্তে সত্যতা মেলায় পরে সাময়িক বরখাস্ত ও তার বিরুদ্ধে মামলা করা হয়। তিনি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ধানঘড়া এলাকার আব্দুস সোবহান মিয়ার ছেলে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদ। এর আগে রবিবার বিকালে রাজধানী ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, গাইবান্ধার বিআরডিবি'র উপ-পরিচালকের স্বাক্ষর জাল করে ১ কোটি ৮৬ লক্ষ টাকা আত্মসাতের বিষয়টি সত্যতা মেলায় হিসাবরক্ষক আনিছুর রহমানসহ ৭ জনকে আসামি করে ২০২৪ সালের ২১ অক্টোবর মামলা করেন রংপুরে সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে একই সালের ১৯ ডিসেম্বর আনিছুর রহমানকে চুড়ান্ত বরখাস্ত করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। এ ঘটনায় চলতি বছরের ২৭ আগস্ট আনিছুর রহমানসহ ওই ৭ আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ অক্টোবর) বিকালে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা'র একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদ বলেন, গ্রেফতার আনিছুর রহমান ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিডি প্রতিদিন/নাজমুল