গাইবান্ধার সাদুল্যাপুরে হলুদ খেতে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণে অভিযুক্ত আইয়ুব আলীকে (৪৫) গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল দুপুরে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীবের বরাবর এ স্মারকলিপি দেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় বৃদ্ধা গুরুতর অসুস্থ হলে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন। ঘটনার রাতেই সাদুল্যাপুর থানায় মামলা হলেও অভিযুক্ত এখনো গ্রেপ্তার হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ‘মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’