গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজেদা বেগম নামে এক গৃহবধূকে ছুরি মেরে হত্যার ঘটনায় স্বামী শামীম মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শামীমকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে নিহতের চাচা থানায় হত্যা মামলা দায়ের করেন। গোবিন্দগঞ্জ পৌর শহরের এমপিপাড়া এলাকায় ভাড়া বাসায় গত মঙ্গলবার শামীম তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন।