নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটকরা হলেন- সাগর ইসলাম হৃদয় (৩০) এবং অনীক (২৫)। তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি করে মাদক মামলা রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম জানান, আটকরা মোটরসাইকেলযোগে বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে ছিনতাই করত। ভোরে পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে একটি স্টিল বডির খেলনা পিস্তল জব্দ করা হয়। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং নগদ ১ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।