বিশিষ্ট লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরজাগঞ্জ জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড মনিরুজ্জামান খান মনি (৬০) ট্রেনের ধাক্কায় মারা গেছেন। সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর শহীদ এম মনসুর আলী রেল স্টেশনে গতকাল এ দুর্ঘটনা ঘটে। মনিরুজ্জামান খান সিরজাগঞ্জ শহরের আবদুল আজিজ খানের ছেলে। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জিআরপি থানার ওসি জানান, মনিরুজ্জামান মনি কড্ডার মোড় শহীদ এম মনসুর আলী রেললাইন পার হওয়ার সময় লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান।