বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালকের স্বাক্ষর জাল করে ১ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাতের মামলায় গাইবান্ধার হিসাবরক্ষক (বরখাস্ত) আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনিছুর রহমান গত ২০১৪ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ জুলাই পর্যন্ত গাইবান্ধা বিআরডিবির হিসাবরক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তদন্তে সত্যতা মেলায় পরে তাকে সাময়িক বরখাস্ত এবং তার বিরুদ্ধে মামলা করা হয়। তিনি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ধানঘড়ার আবদুস সোবহান মিয়ার ছেলে। ডিবি অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদ গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার বিকালে ঢাকার সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।