চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিনসহ চারজনের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদালতে দাখিল করা চার্জশিট গ্রহণের শুনানি পিছিয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে নগরের পোর্ট কানেক্টিং (পিসি) সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে প্রায় ২৪ কোটি টাকার ব্যাংক ঋণ গ্রহণ এবং ৪ কোটি ৫০ লাখ টাকার সরকারি ক্ষতির ঘটনায় চার্জশিট দাখিল করেছিলেন দুদক।
চার্জশিটে সাইফুদ্দিন ছাড়াও আরও তিনজন আসামি হলেন-মো. জাকির হোসেন, কুমিল্লার ঝাউতলার বাসিন্দা ও মেসার্স জাকির এন্টারপ্রাইজের মালিক মো. সরোয়ার আলম, ইউসিবিএল ব্যাংকের সাবেক এফভিপি ও শাখা প্রধান (বর্তমানে প্রধান কার্যালয়ে কর্মরত), মো. তোফায়েল, তিনি এনআরবি ব্যাংকের এভিপি ও কুমিল্লা শাখার প্রধান।
দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহম্মদ কবির হোসাইন বলেন, চসিকের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিনসহ চারজনের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা চার্জশিট শুনানি জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। আসামিরা আদালতে সময়ের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করে চার্জশিট গ্রহণের শুনানি পিছিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম