উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী স্থানীয় ও কেন্দ্রীয় মিলে ১২ জন। তারা হলেন- দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসীম ও সালাহউদ্দিন ভূঁইয়া শিশির, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল মান্নান, সাবেক এমপি কাজী আনোয়ার হোসেনের ছেলে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, জেলা বিএনপির উপদেষ্টা ও ডাকসুর সূর্যসেন হলের সাবেক জিএস মো. সাইদুল হক সাঈদ, কৃষক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক কে এম মামুনূর রশিদ, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল বাকি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট মো. আবদুল মতিন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক রাজিব হাসান চৌধুরী পাপ্পু, লীরা গ্রুপের কর্ণধার বিএনপির নেতা শিল্পপতি আলমগীর ইকবাল, বিএনপির কেন্দ্রীয় নেতা আলী আজ্জম জালাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল করীম, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আবুল হাসনাত আলম রাজিব ভুঁইয়া।
এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাভোকেট আবদুল বাতেন, ইসলামী আন্দোলনের প্রার্থী ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মাওলানা উসমান গণী রাসেল ও সাবেক ছাত্রনেতা অধ্যাপক মাহবুবুর রহমান, খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আবদুল কাইয়ুম ফারুকী ও সিপিবির প্রার্থী উপজেলা সম্পাদক শাহিন খান, গণঅধিকার পরিষদের দুই প্রার্থী আইনজীবী মেহেদী হাসান ও কাজী রাজীউর রহমান তানভীর। এদিকে, মাঠে না থাকলেও আলোচনায় রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) কামরুজ্জামান। তবে এখন পর্যন্ত এনসিপির প্রার্থীর দেখা মেলেনি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভিড়ে যখন বিএনপির অস্থিত্ব ছিল না সে সময় বিএনপিকে প্রতিষ্ঠিত করি। উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী এম এ মান্নান বলেন, বিগত ৪০ বছর ধরে নবীনগরের মাঠে বিএনপির জন্য কাজ করে যাচ্ছি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন ভূঁইয়া শিশির বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়তে চাই। জামায়াতের প্রার্থী আবদুল বাতেন বলেন, দলীয় নেতা-কর্মীসহ আমজনতা আমার পক্ষে কাজ করছেন। নবীনগরবাসীর দীর্ঘ দিনের দাবি এখানকার উত্তোলিত গ্যাস ব্যবহার ও অবকাঠামো উন্নয়নের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।