মিরপুরের ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহার ও কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায়ে ভূমি মন্ত্রণালয় এবং সরকারের একটি অংশ ডিভাইড অ্যান্ড রুল নীতিতে ন্যায্য আন্দোলন ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আবদুর রহিম। তিনি বলেন, ‘যারা ভুয়া কমিটির নামে আমাদের দুই দফা আন্দোলন বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে, তাদের পেছনে দুর্নীতিবাজ গোষ্ঠীর প্রভাব রয়েছে।’ রাজধানীর তেজকুনিপাড়ায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আবদুর রহিম বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে আমাদের প্রকৃত আন্দোলন বিলম্বিত এবং দালাল ও প্রতারক গোষ্ঠী সৃষ্টি করে ক্ষতিগ্রস্ত করছে। প্রকৃত আন্দোলনকারীদের প্রতি আমার প্রতিশ্রুতি অক্ষুণ্ন থাকবে। অ্যাডভোকেট জিয়া ও তার চক্রের প্ররোচনায় কোনো বক্তব্য বা গুজবের দায় আমি বা আমার সংগঠন নেব না।’