কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা, ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’-প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধিদল জাতীয় পার্টির একাংশের নেতাদের সঙ্গে বৈঠক করেছে। গতকাল রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। উপস্থিত ছিলেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু ও চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত মাসরুর মওলা।
বৈঠকে দেশের চলমান রাজনীতি, জুলাই সনদ, সংস্কার প্রক্রিয়া, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, মানবাধিকার পরিস্থিতি, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মাসরুর মওলা। লিনফোর্ড অ্যান্ড্রুজ ছাড়াও বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধিদলে আরও ছিলেন ড. দিনুশা পণ্ডিতারত্নে, মিসেস ন্যান্সি কানিয়াগো, মি. সার্থক রায়, মিসেস ম্যাডোনা লিঞ্চ।