অভিনেত্রী তামান্না ভাটিয়া জানিয়েছেন, তাঁর জীবনের এক সময় তিনি ভেবেছিলেন ৩০ বছর বয়স পেরোলেই অভিনয় ছেড়ে সংসার জীবনে মন দেবেন। তবে সময়ের সঙ্গে সেই ধারণা পুরোপুরি বদলে গেছে বলেই জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, “আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন আমার বয়স কম ছিল। ভেবেছিলাম, দশ বছর কাজ করব, তারপর বিয়ে করে সংসার করব, বাচ্চা মানুষ করব। কিন্তু এখন ইন্ডাস্ট্রির অনেক কিছুই বদলে গেছে।”
তিনি আরও যোগ করেন, “আগে মনে করা হতো, অভিনেত্রীদের বয়স বাড়লে তাঁদের জন্য তেমন চরিত্র থাকে না। কিন্তু এখন অনেক মধ্যবয়সী অভিনেত্রী দারুণ দারুণ চরিত্রে কাজ করছেন। তাঁদের জন্য আলাদা করে স্ক্রিপ্ট লেখা হচ্ছে, আর সেই চরিত্রগুলিরও যথেষ্ট গুরুত্ব পাচ্ছে।”
২০-এর কোঠায় বলিউডে পা রাখা তামান্না জানান, “প্রথম দিকে তাঁর মনে হতো, বয়স বাড়লে আর সুযোগ পাওয়া যাবে না। তখন কমবয়সী অভিনেত্রীদেরই বেশি কাস্ট করা হতো। সেই ভাবনা থেকেই মনে হয়েছিল, বয়স হলে হয়তো ইন্ডাস্ট্রি ছাড়তে হবে।”
তবে এখন সেই ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে তামান্নার। তাঁর ভাষায়, “৩০ পার করে ফেলেছি, কিন্তু এখনো মনে হচ্ছে ইন্ডাস্ট্রিকে দেওয়ার অনেক কিছু বাকি আছে। বয়স এখন আর কোনো ফ্যাক্টর নয়।”
বিডি প্রতিদিন/মুসা