অচেনা নম্বর থেকে পাঠানো মেসেজের সংখ্যা সীমিত করতে পদক্ষেপ নিতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর মূল লক্ষ্য-স্প্যাম ও অপ্রয়োজনীয় প্রমোশন বন্ধ করা। নতুন নিয়মানুযায়ী, অচেনা বা কন্টাক্ট লিস্টে না থাকা ব্যক্তিকে মাসে কত মেসেজ পাঠানো যাবে, তা নির্ধারণ করবে হোয়াটসঅ্যাপ। জানা গেছে, সীমার কাছাকাছি গেলে ব্যবহারকারী সতর্কবার্তা পাবেন। সতর্কতা উপেক্ষা করলে অচেনা নম্বরে মেসেজ পাঠানো সাময়িকভাবে বন্ধ হতে পারে। সাধারণ ব্যবহারকারীদের চ্যাটে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বাস দেয় অ্যাপটি। ভারতের মতো বড় বাজারে, যেখানে প্রায় ৫০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, এটি স্প্যাম নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করবে। গত এক বছরে হোয়াটসঅ্যাপ ব্যবসায়িক প্রমোশন মেসেজের সীমা, আনসাবস্ক্রাইব অপশন ও ব্রডকাস্ট মেসেজ সীমাসহ অন্যান্য অ্যান্টি-স্প্যাম ফিচার চালু করেছে। বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ীরা এখন বেশি মানুষের কাছে মেসেজ পাঠানোর পরিবর্তে মানসম্পন্ন ও ব্যক্তিগত যোগাযোগের দিকে মনোযোগ দেবেন। সাধারণ ব্যবহারকারীরা পাবেন আরও নিরাপদ ইনবক্স।