বিশ্বখ্যাত এআই-নির্ভর স্মার্টডিভাইস নির্মাতা অনার তাদের নতুন স্মার্টফোন ‘রোবট ফোন’র টিজার প্রকাশ করেছে। ম্যাজিক ৮ সিরিজের উন্মোচন অনুষ্ঠানে প্রকাশিত টিজারে দেখা যায়, ফোনটির পেছনের দিকে গিম্বল-স্টাইলের রোবোটিক আর্মে বসানো পপ-আপ ক্যামেরা নড়াচড়া করছে এবং মুখভঙ্গির মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছে। প্রথম দেখায় ফোনটি সাধারণ স্মার্টফোনের মতো হলেও এতে উন্নত রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইমোশনাল ইন্টেলিজেন্সের সংমিশ্রণ রয়েছে। ফোনটি ব্যবহারকারীর গতিবিধি শনাক্ত করতে এবং তার সঙ্গে মিথস্ক্রিয়ায় প্রতিক্রিয়া জানাতে সক্ষম। অনারের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ২ মিনিট ৪০ সেকেন্ডের টিজার বিশ্বব্যাপী প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে। অনেক দর্শক ফোনটির নড়াচড়া ও মুখভঙ্গি ‘ওয়াল-ই’ চলচ্চিত্রের সঙ্গে তুলনা করেছেন। বিশ্লেষকদের ভাষ্য, রোবট ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, সংবেদনশীল সঙ্গী হিসেবে ব্যবহারকারীর প্রয়োজন বুঝে সেবা দেবে। ফোনের বিস্তারিত তথ্য ২০২৬ সালের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রকাশ করা হবে।