নাসা গ্যালাক্সি ইভোলিউশন এক্সপ্লোরার পাভো নক্ষত্রমণ্ডলীর মধ্যে প্রায় ৩০ মিলিয়ন আলোকবর্ষ দূরে ঘূর্ণায়মান NGC 6744 গ্যালাক্সিটির চমকপ্রদ ছবিটি ধারণ করেছে। স্থানীয় মহাবিশ্বের মধ্যে এটি আমাদের আকাশগঙ্গার (মিল্কিওয়ে গ্যালাক্সি) সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ গ্যালাক্সিগুলোর মধ্যে অন্যতম। এমনকি এনজিসি ৬৭৪৪ গ্যালাক্সিটি আমাদের স্থানীয় মহাকাশের বাইরে থাকা সবচেয়ে বড় সর্পিল গ্যালাক্সিগুলোর মধ্যেও অন্যতম। এই গ্যালাক্সিটি নিকটবর্তী মহাবিশ্বে বর্তমানে বেশির ভাগ নক্ষত্র তৈরি করছে এমন গ্যালাক্সির একটি আদর্শ উদাহরণ। ধারণ করা হয়েছে, এই গ্যালাক্সিটি ইউক্লিডের মাধ্যমে গবেষণার জন্য একটি চমৎকার আদি আদর্শ (archetype) হিসেবে বিবেচিত।
তথ্যসূত্র : নাসা/ইএসএ