ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। পাঁজরে গুরুতর চোট ও প্লীহা ফেটে যাওয়ার পর তাকে সিডনির একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে পাঁজরে আঘাত পান আইয়ার। হার্শিত রানার বলে অ্যালেক্স কেরির ক্যাচ নিতে দৌড়ানোর সময় পড়ে যান তিনি। পরে দেখা যায়, তার প্লীহা ফেটে গিয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়েছে। দ্রুত মাঠ থেকে সরিয়ে নেওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) আইসিইউ থেকে সাধারণ কক্ষে স্থানান্তর করা হয়েছে আইয়ারকে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সূর্যকুমার যাদব জানান, এখন তিনি ফোনে কথা বলছেন ও বার্তা পাঠাতে পারছেন।
সূর্যকুমার বলেন, “প্রথম দিন যখন শুনলাম সে আহত হয়েছে, আমি ফোন করেছিলাম। পরে জানতে পারি, তার ফোন তখন নিজের কাছে নেই। তাই ফিজিও কমলেশ জৈনের সঙ্গে যোগাযোগ করি। এখন দুই দিন ধরে শ্রেয়াসের সঙ্গে কথা হচ্ছে, সে নিজে রিপ্লাই দিচ্ছে এটা খুব ভালো লক্ষণ।”
তিনি আরও যোগ করেন, “যদি সে ফোনে রিপ্লাই দিতে পারে, তার মানে অবস্থার উন্নতি হচ্ছে। ডাক্তাররা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন। কয়েকদিন ওকে আরও পর্যবেক্ষণে রাখা হবে।”
এদিকে, ভারতীয় বোর্ডের চিকিৎসা বিভাগের প্রধান ড. দিনশও পার্ডিওয়ালা মাঠের চিকিৎসক দলের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন, যা পরিস্থিতি আরও জটিল হওয়া থেকে রক্ষা করেছে।
জানা গেছে, শ্রেয়াস আইয়ারের পরিবারের সদস্যরা খুব শিগগিরই সিডনিতে পৌঁছাবেন, যাতে সুস্থতার সময়টায় তার পাশে থাকতে পারেন।
বিডি প্রতিদিন/মুসা