এখন আর আমি ভুলেও হেঁটে যাই না
উচ্ছলিত রোদে-
আমার নির্জন চোখেও নীলিমা থাকে না,
পৃথিবীর উৎকণ্ঠিত ভিড়ে
আমি এক অসহায় মানব।
দিন-রাতের স্থির ছায়া খেয়ে খেয়ে
মৃত্তিকায় খাড়া হয়ে দাঁড়িয়ে থাকি,
আমার ভিতরে আগুন জ্বলে
জীবনভর স্তব্ধতার মতো আমি।
স্মৃতির ভিতর থেকে তুলে আনি
তোমাদের গুচ্ছ গুচ্ছ অসূয়া,
আমি নক্ষত্রহীন এক রাত্রির যাত্রী
আমার হৃদয়ে জ্বলে রক্তবর্ণ ক্ষুধা।
মেঘের অন্ধকার খেলা করে
আমার হাড়ের ভিতর,
হেমন্তের এই অন্ধ বাতাসে
হৃদয়ের অরণ্যে বেদনারা হাসে।