রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার নটাপাড়া বাজার প্রাঙ্গনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তি কার্যক্রম উপলক্ষে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামালপুর ইউনিয়ন বিএনপির ৪, ৭ ও ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কবিবর রহমান মোল্লার সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন খান।
কর্মী সম্মেলনে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান বাবু বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল আলমের সঞ্চালনায় ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মো. সবুজ ফকির, মো. শামিম মোল্লা, বিল্লাল মোল্লা, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা তোফায়েল মৃধা, মজিবর রহমান ও ৯নং ওয়ার্ড বিএনপি নেতা পি. এম মেজবা উদ্দীন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজবাড়ী-১ আসন থেকে এরই মাঝে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে নির্বাচনের প্রার্থী হিসাবে কাজ করতে বলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাজবাড়ী-২ আসনে তারেক রহমান আমাদের প্রিয় নেতা নাসিরুল হক সাবুকে নির্বাচন করার জন্য সবুজ সংকেত প্রদান করেন। রাজবাড়ী-২ আসনে (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মনের ভাব বুঝে প্রার্থী দেওয়ার আহ্বান বক্তাদের।
কর্মী সম্মেলনে জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ রঞ্জু সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান মৃধা, সাবেক সহ সভাপতি সোহেল রানা ডিউক, বিএনপি নেতা আনোয়ার খান মুক্ত, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ইতুসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন