জাপানে চলতি বছর ভালুকের আক্রমণে নয়জন নিহত হয়েছেন। ভালুকের আক্রমণে এটি নিহতের সংখ্যায় রেকর্ড হয়েছে। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এএফপি জানায়, জাপানের যেসব এলাকায় বয়স্ক মানুষের হার বেশি এবং জনসংখ্যা হ্রাস পাচ্ছে, সেইসব এলাকায় ভালুকের আক্রমণ বাড়ছে।
বার্তা সংস্থাটির খবরে বলা হয়, বুধবার দেশটির নতুন পরিবেশমন্ত্রী হিরোতাকা ইশিহারা ভালুকের আক্রমণের ঘটনাকে বড় ধরনের সমস্যা ও গুরুতর সমস্যা আখ্যায়িত করে এ ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, আমরা সরকারি শিকারীদের সুরক্ষা ও প্রশিক্ষণ এবং ভালুকের সংখ্যা ব্যবস্থাপনাসহ বিভিন্ন পদক্ষেপ আরো জোরদার করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকারে ইশিহারাকে পরিবেশমন্ত্রী পদে নিযুক্ত করেন।
বিডি প্রতিদিন/নাজিম