গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রোগীদের জন্য পোর্টেবল ইসিজি মেশিন হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’র পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দুইটি ইসিজি যন্ত্র ও তিনটি অক্সিজেন পার্লস যন্ত্র হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আফজালুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ ও সহকারী পরিচালক ফারহানা আহমেদ।
আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান, পশ্চিম থানার ওসি হারুন অর রশীদ, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ কোম্পানির গাজীপুর জেলার আঞ্চলিক ম্যানেজার মনসুন হেলালসহ হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/এমআই