বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন দুটি একেবারেই আলাদা জিনিস। দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই। আমরা কোনো জটিলতা চাই না। গণভোট আগে হতে হবে। নভেম্বরের শেষের দিকে গণভোট করেন। তারপরেও আরও আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডা. তাহের।
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ প্রসঙ্গে আমরা দুটি স্পষ্ট কথা বলেছি, দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমে, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা যে ঐকমত্যে পৌঁছেছি, তার মধ্যে মৌলিক কয়েকটি পয়েন্ট আছে। এখন প্রয়োজন এটাকে আইনি ভিত্তি দেওয়া, এটাকে বাস্তবায়ন করা এবং এই সনদের মধ্যে যেগুলো আগামী নির্বাচন সম্পৃক্ত-সংশ্লিষ্ট, সেগুলোকে আগেই পাস করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া। এটা হলো গুরুত্বপূর্ণ। আমাদের বলা হয়েছে, যেসব পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়েই (জুলাই) সনদ, এটা স্বাক্ষর করুন।
বিডি প্রতিদিন/আরাফাত