ফেনীর পরশুরামে নিখোঁজের চারদিন পর অর্ধগলিত ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ১নং ওয়ার্ড বাউরখুমা বড় কবরস্থানের ঝোপঝাড়ের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মো. সোলেমান (৩৮)। তিনি বাউরখুমা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও ছালমা বেগমের তৃতীয় সন্তান। তার পৈতৃক বাড়ি কুমিল্লার লাকসামে, পিতার নাম নুরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১৯ অক্টোবর) থেকে সোলেমান নিখোঁজ ছিলেন। বুধবার সকালে একই এলাকার বাসিন্দা মোহন (৩০) কবরস্থানের ঝোপঝাড় পরিষ্কার করার সময় ঝুলন্ত লাশটি দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণে সোলেমানের স্ত্রী ২০১০ সালে দুই কন্যা সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে তিনি একাই বসবাস করছিলেন।
পরশুরাম থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/এএম