গাইবান্ধার সাঘাটায় “মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় দুই দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মশালার শেষ দিনের কার্যক্রম সম্পন্ন হয়।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনে গাইবান্ধা জেলা প্রশিক্ষণ অফিসার আসাদুজ্জামান মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশীদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অলিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ১০টি ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মসলার উন্নত জাত নির্বাচন, চাষাবাদের আধুনিক কৌশল, কীটপতঙ্গ ও রোগব্যাধি ব্যবস্থাপনা, এবং উৎপাদন বৃদ্ধির নানা দিক সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন।
এর আগে প্রশিক্ষণের প্রথম দিনে গাইবান্ধা জেলার অতিরিক্ত উপ-পরিচালক (কৃষি) কৃষিবিদ মুজাহিদ সরকার মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালার বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারে মসলার চাহিদা পূরণে স্থানীয়ভাবে উৎপাদন বৃদ্ধি অত্যন্ত জরুরি। এজন্য কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষিত হয়ে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার আহবান জানান।
এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে দেশীয় মসলা উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বিডি প্রতিদিন/এএম