আধিপত্যবাদের নয়া দোসরের আবির্ভাব ঘটছে, নয়া ও পুরাতন দোসরদের সমন্বয়ে চক্রান্ত আলোর মুখ দেখবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বুধবার ময়মনসিংহের হালুয়াঘাট বাজারের বাঘাইতলা সড়কের মোড়ে এক পথ সভায় বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
এর আগে তিনি উপজেলার উত্তরবাজারের টানা ব্রীজ থেকে শহীদ মিনার হয়ে বাঘাইতলা সড়কে রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন।
পথ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, তারেক রহমান অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এমন একটা সমাজ গড়ে তুলবে যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে শান্তিতে বসবাস করতে পারবে।
তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধু বাংলাদেশের জনগণের মধ্যেই আলোড়ন সৃষ্টি করে নাই, অন্যান্য দেশেরও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তারেক রহমান নির্বাচনে বিজয়ী হয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে এবং জনকল্যাণে একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন করবেন।
হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তাজিকুল ইসলামের সঞ্চালনায় পথ সভায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত