চট্টগ্রাম নগরের নিউমার্কেটে আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলার কার্যালয় দখল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে শতাধিক এনসিপি কর্মী তালা ভেঙে ভবনে প্রবেশ করে কার্যালয়টি দখল নেয়। কোতোয়ালি থানার মাত্র ২০০ গজ দূরত্বে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির এক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের নেতৃত্বে দলটি নিউমার্কেটের দোস্ত বিল্ডিংয়ের চতুর্থ তলায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে। তাদের হাতে ছিল হকিস্টিক ও লাঠিসোঁটা। পরে রাত আটটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করে।
ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, একদল তরুণ কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করছেন। ভিডিওতে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এনসিপি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন বলেন, ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। একাত্তরের পর বিহারিরা এটি ফেলে গিয়েছিল। পরে আওয়ামী লীগ রাতে এখানে কার্যক্রম চালাত। খবর পাওয়ার পর আমরা সেখানে যাই এবং তালা ভেঙে প্রবেশ করি। ভেতরে কিছু প্রমাণ পাই, তাই ভবনটি তালাবদ্ধ করে রেখেছি। আগামী দুই দিন আমরা এর কার্যক্রম পর্যবেক্ষণ করব।
বিষয়টি নিয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, এ ব্যাপারে আমরা কিছু জানি না। কেউ অভিযোগও দেয়নি।
বিডি প্রতিদিন/সুজন