চট্টগ্রামের বন্দর থানা এলাকায় সাগরের পাড় থেকে হাত পায়ের রগ কাটা অবস্থায় শামীম মকসুদ খান জয় (২৬) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে বন্দর থানার আনন্দবাজার এলাকার সাগরের পাড়ের কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জয় বন্দর আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাড়ি বরিশাল জেলায়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্ন করেছিলেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, জয়ের মৃত্যু রহস্যঘেরা। তার দুই হাত ও দুই পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে। তবে কী এটা কী খুন, নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার রহস্য বের করতে কাজ করছে। এই ঘটনায় তার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে জয়ের মোবাইলে একটি কল আসলে তিনি চাকরির সাক্ষাৎকার দেওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তবে তিনি তার মোবাইল বাসায় রেখে গিয়েছিলেন। এ কারণে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এটা কী খুন, নাকি ছিনতাইয়ের ঘটনা- এসব বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। পরিবারও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারছে না।
বন্দর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, রবিবার রাতে কাশবনের ভেতরে রগ কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা টহল পুলিশকে বিষয়টি জানায়। পরে পার্শ্ববর্তী হালিশহর থানার পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিবার এসে তার লাশ শনাক্ত করে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত