ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভূমি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প বিষয়ক ইনস্টিটিউট জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মানায় শহর থেকে প্রায় ১০৩ কিলোমিটার পূর্বে। তাদের হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭।
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
সূত্র: আনাদোলু
বিডি প্রতিদিন/নাজিম