তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমসে অংশ নিতে বাহরাইন যাচ্ছেন অ্যামেচার গলফার শেখ মোহাম্মদ সামির হোসেন।
গণমাধ্যমকে সামির বলেন, ‘আমার এখন একটাই লক্ষ্য বাহরাইনের মাটিতে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে উজ্জীবিত করা। আমি গোল্ড মেডেল জিততে চাই। আমাদের দলটা অনেক ভালো। আমি এই ইয়ূথ গেমসের গত দুই মাস থেকে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছি। সেই সকাল ৬টায় এই কুর্মিটোলা গলফ কোর্সে আসি, যাই রাত ৮টায়। এই মুহূর্তে আমার ধ্যান-জ্ঞান ইয়ুথ গেমস।’
বাংলাদেশের একমাত্র গলফার হিসেবে সিদ্দিকুর রহমান দুইবার এশিয়ান ট্যুরের শিরোপা (২০১০ ব্রুনাই ওপেন ও ২০১৩ হিরো ইন্ডিয়া ওপেন) জিতেছেন। এ ছাড়া জামাল হোসেন মোল্লাহ ভারতে শিরোপা জিতছেন। আর কোনো গলফার বলার মতো সাফল্য অর্জন করতে পারেননি।
সামির বলেন, ‘শুধু এশিয়ান ট্যুর নয়, আমি পিজিএ টুর, ইউরোপীয়ান ট্যুর জিততে চাই। আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। আমি বাংলাদেশের পতাকাকে বিশ্ব দরবারে উঁচিয়ে ধরতে চাই।’
কুর্মিটোলা গলফ ক্লাবের এই অ্যামেচার গলফার বলেন, ‘গলফ হচ্ছে আমার স্বপ্ন। আমি যা কিছু ভাবি, সবই গলফ কেন্দ্রিক। নিয়মিত গলফের ভিডিও দেখি। অনেকের খেলা দেখেই শেখার চেষ্টা করি। ইউটিউব আমার কাছে বড় শিক্ষক। সেখান থেকেই আমি গলফের অনেক কিছু শিখি।’
তিনি বলেন, ‘আমি জুনিয়র লেবেলেই বেশ কয়েকটি দেশ সফর করেছি। বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছি।’
বাহরাইনে অনুষ্ঠিত এই তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমসে সামির ছাড়াও অংশ নিচ্ছেন আরেক অ্যামেচার গলফার মাহমোদুল ইসলাম সৌরভ।
বিডি প্রতিদিন/এনই