তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দাপুটে পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। ফলে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
সোমবার (২০ অক্টোবর) ক্রাইস্টচার্চে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাটিংয়ে নেমে ইংলিশরা গড়েছে রানের পাহাড়। ফিল সল্ট ও হ্যারি ব্রুকের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তোলে ২৩৬ রান।
প্রথমে ব্যাট করতে নেমে কিছুটা ধীরগতিতে শুরু করে ইংল্যান্ড। ওপেনার জস বাটলার মাত্র ৪ রান করে বিদায় নেন। নতুন ব্যাটার জ্যাকব বেথেলও সুবিধা করতে পারেননি, ফেরেন ২৪ রানে। তবে তৃতীয় উইকেটে দলের হাল ধরেন ফিল সল্ট ও হ্যারি ব্রুক। দুজনের ১২৯ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় ইংল্যান্ড।
সল্ট ৫৬ বলে ৮৫ ও ব্রুক ৩৫ বলে ৭৮ রান করেন। দুজনকেই ফিরিয়ে দেন কাইল জেমিসন। শেষ দিকে টম ব্যান্টন মাত্র ১২ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। স্যাম কারেন অপরাজিত থাকেন ৮ রানে।
নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন ৪৭ রানে ২ উইকেট নেন।
রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। মাত্র ১৮ রানেই প্রথম দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর টিম সেইফার্ট ও মার্ক চ্যাপম্যান কিছুটা প্রতিরোধ গড়েন। তারা গড়েন ৫৯ রানের জুটি। কিন্তু চ্যাপম্যান ২৮ ও সেইফার্ট ৩৯ রান করে ফিরে গেলে চাপ আরও বাড়ে।
এরপর আদিল রশিদের ঘূর্ণিতে ভেঙে পড়ে কিউই ব্যাটিং লাইনআপ। রশিদ একাই নেন ৪ উইকেট। এছাড়া ব্রাইডন কার্স, লুক উড ও লিয়াম ডসন প্রত্যেকে নেন ২টি করে উইকেট।
নির্ধারিত লক্ষ্য থেকে অনেক দূরে থেকেই ১৮তম ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ৬৫ রানের বড় জয় নিয়ে সিরিজে এক ম্যাচ হাতে রেখে এগিয়ে গেল ইংল্যান্ড।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।
বিডি প্রতিদিন/মুসা