বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) কার্যনির্বাহী কমিটির (২০২৫-২৭) নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ অফিসে ১৮ জন কার্যনির্বাহী কমিটির সদস্য থেকে একজন চেয়ারম্যান, একজন সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
নতুন কমিটিতে চেয়ারম্যান পদে খন্দকার আলমগীর কবির, সিনিয়র ভাইস-চেয়ারম্যান পদে এস এম সাইফুল ইসলাম পিয়াস এবং ভাইস চেয়ারম্যান পদে মো. তারেক আফজাল নির্বাচিত হয়েছেন। তারা তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এর আগে, গত ১৮ অক্টোবর অডিনারি গ্রুপের ২৫ জন প্রার্থীর মধ্যে থেকে ১২ জন নির্বাচিত হয় এবং অ্যাসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সর্বমোট ১৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- মো. ফরহাদ আহমেদ আকন্দ, শামীম আহমেদ, এস এম মনিরুজ্জামান (পলাশ), খাইরুজ্জামান, মো. কুতুব উদ্দিন, শেখ ইমাম হোসেন, এস এম হাফিজুর রহমান, বদরুল আলম (মার্কিন), এইচ এম প্রিন্স মাহমুদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, মো. নূর ইসলাম, মো. আলমগীর খান, রঞ্জন কুমার দাস এবং এস এম সাইফুল ইসলাম।
নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, বর্তমানে কাঁচাপাট রফতানি বন্ধ থাকায় পাট ব্যবসায়ী রফতানিকারকরা সংকটে রয়েছেন। অনেক পাট ব্যবসায়ী ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। সেই সঙ্গে আরও অনেক সমস্যা রয়েছে। এ সকল সমস্যা সমাধানে আমরা সকলকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করব।
বিডি প্রতিদিন/কেএইচটি