বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। হারের পর থেকে মূলত মিরপুরের বিরল কালো মাটির উইকেট নিয়ে আলোচনা হচ্ছে।
তবে ক্যারিবিয়ান ক্রিকেটার খারি পিয়েরে জানিয়েছেন, মিরপুরের মতো স্পিন বান্ধব উইকেট আছে তাদের দেশেও। তাই কন্ডিশনকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না তারা।
পিয়েরে বলেন, ব্যাটার হিসেবে আমাদের মানিয়ে নিতে হবে যত দ্রুত সম্ভব। দলে ভালো ভালো ব্যাটার আছে। এখন শুধু মানিয়ে নেওয়ার ব্যাপার। এটা আন্তর্জাতিক ক্রিকেট, কঠিন এবং চ্যালেঞ্জিং হবেই। আমাদের উপায় বের করতে হবে। উইকেট যেমনই হোক, কন্ডিশন মানিয়ে নিয়ে আপনাকে ভালো খেলতে হবে। ২০১১ সাল থেকে বাংলাদেশ এখানে সিরিজ হারেনি। আমাদেরও চেষ্টা করতে হবে ম্যাচ জেতার।
উপমহাদেশের কন্ডিশন যে স্পিনবান্ধব তা ভালোভাবেই জানেন পিয়েরে। তিনি বলেন, মাত্র আমরা ভারত থেকে এলাম। উপমহাদেশে কন্ডিশন স্পিনবান্ধব হয় এটা আমরা সবাই জানি। আমাদের দেশেও এমন উইকেট আছে। আমাদের যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। এমন কন্ডিশনে ভালো করতে না পারলে অনেক চাপ তৈরি হবে স্বাভাবিক। তবে নিজের পরিকল্পনায় অটুট থেকে স্বাভাবিকভাবে খেলতে চাই। বল ঠিক জায়গায় ফেলতে হবে, টাইট রাখতে হবে, ব্যাটার যাতে ভুল করে সেই চেষ্টা করতে হবে।
বিডি প্রতিদিন/কেএ