হার দিয়ে বাংলাদেশ সফর শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ।ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারীরা। জয়ে ফিরতে মঙ্গলবারের ম্যাচটি উইন্ডিজের বাঁচা-মরার লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ পেল ক্যারিবিয়ানরা। ‘কাঁধে অস্বস্তিবোধ’ করার কারণে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামা হবে না শামার জোসেফের।
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে ছিলেন ২৬ বছর বয়সী জোসেফ। ইনজুরির কারণে ভারত সফর মিস করেছিলেন এই ডানহাতি ফাস্ট বোলার। তাঁর ফেরার লক্ষ্য ছিল বাংলাদেশ সিরিজ। যদিও প্রথম ম্যাচে তিনি খেলেননি। কাঁধের অস্বস্তির কারণে পরের দুই ম্যাচ থেকেও ছিটকে গেছেন।
শামার জোসেফকে বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দলেও রাখা হয়েছিল। তবে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার জন্য তাঁকে (জোসেফ) ইংল্যান্ডে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
গত সেপ্টেম্বরের পর থেকে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে খেলেননি জোসেফ। চোটের কারণে সিপিএলে গায়ানা ওয়ারিয়র্সের হয়ে ১২ ম্যাচের মধ্যে মাত্র ৫টিতে খেলতে পেরেছিলেন। এরপর ভারত সফর থেকেও ছিটকে পড়েন।
জোসেফ দলে থাকলেও যে খুব বেশি লাভ হতো ওয়েস্ট ইন্ডিজের, তা বলা কঠিন। কারণ, মিরপুরের কালো মাটির পিচে দ্বিতীয় ম্যাচেও স্পিনবান্ধব উইকেট হওয়ার সম্ভাবনাই বেশি। তাই দুই দলই ঝুঁকছে স্পিনে ভরসা রাখার দিকে।
আগামীকাল দ্বিতীয় ওয়ানডের আগে স্পিন শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি স্পিন অলরাউন্ডার আকিল হোসেনকে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর সঙ্গে আছেন বাঁহাতি পেসার র্যামন সাইমন্ডস।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে আগেই ছিলেন আকিল ও সাইমন্ডস। এবার ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য তাঁদের স্কোয়াডে যুক্ত করা হয়েছে শামার জোসেফ ও জেডাইয়া ব্লেডসের জায়গায়।
বিডি প্রতিদিন/নাজিম