ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ২০৭ রানে গুটিয়ে গেলেও বাংলাদেশ সহজ জয় পায় ৭৪ রানে। ম্যাচ শেষে যেমন প্রশংসা এসেছে টাইগার স্পিনারদের, তেমনি বিতর্ক উঠেছে মিরপুরের উইকেট নিয়ে, অনেকে এটিকে ‘অতি স্পিন সহায়ক’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন। তবে এসব সমালোচনার জবাব দিয়েছেন বাংলাদেশ দলের স্পিন কোচ মুশতাক আহমেদ।
সাবেক পাকিস্তানি এই লেগ স্পিনার মনে করিয়ে দিয়েছেন, মিরপুরের পিচ যতটা কঠিন মনে হচ্ছে, ইতিহাসে আরও খারাপ পিচ দেখা গেছে। উদাহরণ হিসেবে তিনি তুলে এনেছেন ১৯৯৯ সালের দিল্লি টেস্টের কথা, সেখানে ভারতের কিংবদন্তি অনিল কুম্বলে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন।
মুশতাক বলেন,“আমার ক্যারিয়ারে মিরপুরের চেয়েও বাজে উইকেট অনেকবার দেখেছি। অনিল কুম্বলে যেবার ইনিংসে ১০ উইকেট পেল, সেই উইকেট মিরপুরের চেয়ে খারাপ ছিল। সেটা ছিল দিল্লির পিচ।”
প্রথম ওয়ানডেতে স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা পারফরম্যান্স করেন। সঙ্গে তানভীর ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।
তবে উইকেটের চরিত্র যাই হোক না কেন, পারফরম্যান্সে প্রক্রিয়া ঠিক রাখাটাই সবচেয়ে জরুরি বলে মনে করেন মুশতাক আহমেদ।
তিনি বলেন, “এমন পিচে স্পিনার হিসেবে আপনি উত্তেজিত হবেন, কিন্তু সেই উত্তেজনায় ভুল সিদ্ধান্ত নিতে পারেন। উইকেট পেতে হলে শুধু ভালো বল নয়, ভালো ওভার করতে হয়। তাই প্রক্রিয়াটা ঠিক রাখতে হবে। আমি সব সময় বলি ভালো বোলিং করো, উইকেট এমনিতেই আসবে। নিজের পরিকল্পনায় আস্থা রাখো।”
মিরপুরের পিচ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামিও ম্যাচের পর ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, এমন উইকেট আগে কখনো দেখেননি। কিন্তু বাংলাদেশের স্পিনাররা যেভাবে বল করেছেন, তাতে অনেকেই এটিকে শুধুই পিচের সাহায্য বলে মানতে নারাজ। মুশতাক আহমেদ সেই বিতর্কে ঠাণ্ডা মাথায় যুক্তি তুলে ধরেছেন, স্মরণ করিয়ে দিয়েছেন, উইকেট নয় কৌশলই আসল।
বিডি প্রতিদিন/মুসা