যানজটমুক্ত নগরী গড়ার লক্ষ্যে গাড়ি পার্কিং নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পার্কিং নিয়ে তিনটি নির্দেশনা জারি করেন।
জারিকৃত নির্দেশনার মধ্যে রয়েছে- মহানগরী এলাকায় রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু হতে ২৫ গজ পর্যন্ত সবধরণের যানবাহন পার্কিং নিষিদ্ধ। দুই লেনের সড়কে কোন ধরণের পার্কিং করা যাবে না। নির্ধারিত পার্কিংয়ে সিঙ্গেল লাইনে অনুমোদিত সংখ্যক যানবাহন রাখতে হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ আইনের ২৭(১) ধারা মতে ফুটপাত ও সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি দণ্ডনীয় অপরাধ। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন ও সিটি করপোরেশন গত এক মাস ধরে জোটবদ্ধ হয়ে কাজ করছে। ইতোমধ্যে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। অভিযান করে আটক করা হয়েছে কয়েকশ’ অবৈধ রিকশা। সিএনজি অটোরিকশা পার্কিংয়ের জন্য নগরীর ভেতর ৩০টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত স্থানগুলোতে সর্বনিম্ন ৫ ও সর্বোচ্চ ২০টি অটোরিকশা রাখার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া রবিবার থেকে সড়ক ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ শুরু হয়। অভিযানের পর থেকে সিলেটের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রয়েছে। হকারদের জন্য লালদিঘী মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করে দিয়েছে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন।
বিডি প্রতিদিন/এএম