রিশাদ হোসেন শুধু ক্যারিয়ার সেরা বোলিং করেননি, দেশের স্পিনারদের মধ্যে সেরা বোলিং স্পেল এখন দীর্ঘকায় লেগ স্পিনারের। টার্ন, বাউন্স ও গুগলির অপূর্ব মিশেলে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন গুড়িয়ে ৭৪ রানের জয় উপহার দিয়েছেন বাংলাদেশকে। ১১ ওভার হাতে রেখে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। এ জয়ে টানা চার ম্যাচ হারের ধাক্কা সামলে জয়ের পাইপলাইনে উঠে এসেছে মিরাজ বাহিনী। টানা চার সিরিজ হারের ধাক্কা সামলে নেওয়ার সুযোগও এসেছে মিরাজদের। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে। জিতলেই টানা চার সিরিজ হারের পর পুনরায় সিরিজ জয়ের উচ্ছ্বাসে মাতবে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে স্কোয়াডে আরও এক স্পিনার অন্তর্ভুক্ত করেছেন টাইগার টিম ম্যানেজমেন্ট। লেগ স্পিনার রিশাদের ঘূর্ণি, বাউন্স দেখে দলে নেওয়া হয়েছে দীর্ঘকায় বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে। ১৭ সদস্যের স্কোয়াডে স্পেশালিস্ট স্পিনার চারজন- অধিনায়ক মিরাজ, লেগ স্পিনার রিশাদ, বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম ও নাসুম। অকেশনাল স্পিনার সাইফ হাসান। স্পিনার বাড়ানোর মূল উদ্দেশ্য, ওয়েস্ট ইন্ডিজকে স্পিন উইকেটে গুড়িয়ে হোয়াইটওয়াশ করা। র্যাঙ্কিংয়ে ১০ থেকে নয় নম্বরে আসা। রিশাদের সঙ্গী হিসেবে টিম ম্যানেজমেন্ট বেছে নিয়েছে নাসুমকে। বাঁ-হাতি দীর্ঘকায় স্পিনার ফিরেছেন বেশ অনেক দিন পর। তিনি সর্বশেষ খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে বেসেটেরেতে। এরপর টাইগাররা খেলেছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ছাড়া শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। ৯ ম্যাচ পর জাতীয় দলে ডাক পাওয়া নাসুম ১৮ ওয়ানডে ক্যারিয়ারে উইকেট নিয়েছেন ১৬টি।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনীক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।