রাজধানীর মতিঝিলের ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন রুবেল (৪৯) নামের এক ব্যক্তি। রবিবার (১৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
নিহত রুবেলের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া গ্রামে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক এবং রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার এলাকার একটি গলিতে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রুবেলকে ছুরি মেরে হত্যা করেন তার সত্ ভাই রনি। টাকা ধার দেওয়া সংক্রান্ত বিরোধ থেকে কথা কাটাকাটির একপর্যায়ে রনি ছুরি দিয়ে রুবেলের পেটে আঘাত করেন। পরে গুরুতর অবস্থায় রুবেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুবেলের ছোট ভাই পাভেল জানান, রনি দীর্ঘদিন ধরে রুবেলের কাছ থেকে ধার করা টাকা ফেরত দিচ্ছিল না। এ নিয়েই বিরোধ চূড়ান্ত রূপ নেয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত রুবেলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/মুসা