হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভিড় বাড়ছে আমদানি সংশ্লিষ্ট সব মহলের। প্রত্যেকে জানাচ্ছেন ক্ষতির কথা।
রবিবার সকাল থেকে অগ্নিকাণ্ড পরবর্তী ঘটনাস্থলে আসেন বিভিন্ন আমদানিকারক ও আমদানি সংশ্লিষ্ট নানা পেশাজীবীরা। কয়েকটি তৈরি পোশাক উৎপাদক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমদানি ক্ষতির পাশাপাশি উৎপাদনে ব্যাঘাত এবং পুনরায় পণ্য পৌঁছে দিতে নতুন করে আর্থিক ক্ষতির মুখে পড়লেন তারা।
এদিকে, বিমান চলাচল শুরু হলেও এখনো কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ধাক্কা পুরোপুরি সামলাতে পারেনি বিমানবন্দর। উল্লেখযোগ্য ফ্লাইটই ছাড়তে হচ্ছে বিলম্বিত সময়ে। ফ্লাইট নিয়ে ভোগান্তিতে পড়ছেন বিদেশগামী যাত্রীরা। বিশেষ করে ট্রানজিট যাত্রীদের বিড়ম্বনা চরমে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, শনিবার রাতের শিডিউলে থাকা অনেক ফ্লাইট ছাড়তে হয় আজ সকালে। কোনো কোনো ফ্লাইটকে ঢাকা ছাড়তে হচ্ছে নির্ধারিত সময়ের ১০-১২ ঘণ্টা পর।
শিডিউল বিপর্যয় এড়াতে পারেনি সকালের ফ্লাইটগুলোও। সকালের উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট ঢাকা ছাড়তে হচ্ছে নির্ধারিত সময়ের দুই থেকে তিন ঘণ্টা দেরিতে।
শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। যোগ দেয় সেনা, নৌবাহিনী ও বিজিবি। রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণে সাত ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। কয়েকটি ফ্লাইট সিলেট এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রাত ৯টার দিকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়।
কার্গো সেকশনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে পুড়ে যাওয়া কার্গো সেকশনে ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। কমিটিতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে আহ্বায়ক করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়াকে সদস্য সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মু. রইচ উদ্দিন খান ও তারেক হাসান, ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসানকে সদস্য করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ