ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত তিন দিনে ৪ হাজার ৫৮১টি মামলা করেছে।
শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এতে বলা হয়, গত বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭২০টি মামলা, ৩৪৩টি গাড়ি ডাম্পিং ও ৬২টি গাড়ি রেকার করা হয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অভিযান চালিয়ে ২ হাজার ৮টি মামলা, ৩৪০টি গাড়ি ডাম্পিং ও ৯৪টি গাড়ি রেকার করা হয়েছে।
এবং শুক্রবার (১৭ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫৩টি মামলা, ২০৯টি গাড়ি ডাম্পিং ও ৫৯টি গাড়ি রেকার করেছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন