ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র প্রসঙ্গে পাকিস্তানকে হুমকি দিয়ে মন্তব্যের পরেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতের দিকে কঠোর সুরে সতর্কবার্তা দিয়েছেন। ভারতের প্রতি মুনিরের সতর্কবার্তায় বলা হয়েছে, যদি ওই বক্তব্যকে উসকানি হিসেবে দেখা হয় এবং তা পুনরাবৃত্তি হয়, পাকিস্তান তখন “পারমাণবিক বিকল্প”সহ সকল প্রাসঙ্গিক ব্যবস্থা বিবেচনা করতে পিছপা হবে না। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের।
মুনির তার ভাষণে বলেন, ‘পারমাণবিক অস্ত্রময় পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই’ — তবে সঙ্গে কড়া হুঁশিয়ারি যোগ করে বলেন, প্রয়োজন হলে পাকিস্তান প্রতিক্রিয়ায় “উস্কানিদাতাদের প্রত্যাশার চেয়েও বেশি” প্রতিক্রিয়া দেখাবে।
শিক্ষার্থীদের উদ্দেশে এক ভাষণে (অ্যাবটাবাদের পিএমএ, কাকলে) মুনির ভারতকে সমস্যার মূল দিকগুলো আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমরা কারও কটাক্ষে ভয় পাই না; আমাদের ন্যূনতম উসকানিতেও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া দেখাতে সক্ষমতা আছে। যেকোনো উত্তেজনার পরিণতি—যা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ হতে পারে—তার দায় মূলত সেই পক্ষের কাঁধেই থাকবে যারা উসকানি দিচ্ছে।’
গুরুত্ব দিয়ে বলা হচ্ছে, এই বার্তাটি মুনিরের দ্বিতীয় বড় মন্তব্য, যেটি ভারতের প্রতি পারমাণবিক সতর্কতা হিসেবে ধরা হচ্ছে। আগস্টে তিনি যুক্তরাষ্ট্রের টাম্পায় পাকিস্তানি প্রবাসীদের সঙ্গে এক ভাষণে বলেছিলেন, ‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ; যদি কাউকে মনে হয় আমরা আক্রমণ করা হবে, আমরা দারুণভাবে প্রতিক্রিয়া দেখাব।’
মুনির বেশ কয়েক দফা সরকারি সফরও করেছেন — জুনে, অপারেশন সিঁদুরের কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ; আগস্টে একটি সামরিক অনুষ্ঠানে; এবং সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণের সময় যুক্তরাষ্ট্র ভ্রমণ। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন, ভবিষ্যতে কোনো নতুন আক্রমণের ক্ষেত্রে পাকিস্তান অসামঞ্জস্যপূর্ণ উসকানিদাতা পক্ষের প্রত্যাশার চেয়েও বেশি প্রতিক্রিয়া জানাতে সিদ্ধহস্ত থাকবে।
বিডি প্রতিদিন/আশিক