বঙ্গোপসাগরে মঙ্গলবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এ লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে, তবে এর প্রভাব বাংলাদেশের ওপর পড়ার আশঙ্কা খুবই কম। ফলে আগামী কয়েকদিন দেশের আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।
রবিবার রাতে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, ‘আগামী কিছুদিন দেশের আবহাওয়ার অবস্থা প্রায় একই থাকবে। বৃষ্টি হলেও মূলত চট্টগ্রাম বিভাগে সামান্য পরিমাণে হতে পারে। আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য লঘুচাপটি ভারতের দিকে সরে যেতে পারে।’
শনিবার সারাদেশে বৃষ্টির তেমন কোনো দেখা মেলেনি। আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে মাত্র পাঁচটিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর মধ্যে মোংলায় সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক