বসুন্ধরা শুভসংঘ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। রবিবার বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ একাডেমিক ভবনে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন ১৬তম ও ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থী তাদের বক্তব্য উপস্থাপনের দক্ষতা ও তাৎক্ষণিক ভাবপ্রকাশের মাধ্যমে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বেরোবি শাখার উপদেষ্টা ও ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সোহাগ আলী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সহিবুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভসংঘ বেরোবি শাখার সভাপতি পুলক আহমেদ, সাধারণ সম্পাদক সানজানা ইবনাত, সহ-সভাপতি আবুল খায়ের জায়ীদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন চাঁদনী চৌধুরী, দ্বিতীয় আল তাবাসসুম শুভা এবং তৃতীয় মেহেদী হাসান জিহাদ। বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে দেওয়া হয় অংশগ্রহণ সনদ।
চাঁদনী চৌধুরী বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই আয়োজন আমার জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা। এখানে অংশ নিয়ে আমি শুধু প্রতিযোগিতা করিনি, বরং শিখেছি কিভাবে নিজের ভাবনা সুন্দরভাবে প্রকাশ করতে হয়। প্রথম স্থান অর্জন আমার জন্য বিশাল অনুপ্রেরণা। এটা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে সাহস দেবে। শুভসংঘকে ধন্যবাদ এমন ইতিবাচক প্ল্যাটফর্ম তৈরি করার জন্য।’
দ্বিতীয় স্থান অর্জনকারী আল তাবাসসুম শুভা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের চমৎকার আয়োজনের জন্য সাধুবাদ জানাই। আজকের সকালটা ছিল দারুণ আনন্দময়। সবার আন্তরিক ব্যবহার আর পুরস্কার পাওয়ার আনন্দ সময়টিকে আরও বিশেষ করে তুলেছে।’
তৃতীয় স্থান অর্জনকারী মেহেদী হাসান জিহাদ বলেন, ‘কোনো প্রস্তুতি ছাড়াই অংশগ্রহণ করেও পুরস্কার পেয়ে আমি অভিভূত। বসুন্ধরা শুভসংঘের এমন সৃজনশীল আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক। ইনশাআল্লাহ, এটি একদিন তরুণদের নেতৃত্ব বিকাশের হাতিয়ার হিসেবে কাজ করবে।’
বিচারক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সহিবুর রহমান বলেন,‘এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রকাশভঙ্গি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুভসংঘের এই উদ্যোগ প্রশংসনীয়।’
বসুন্ধরা শুভসংঘ বেরোবি শাখার উপদেষ্টা অধ্যাপক সোহাগ আলী বলেন,‘আজকের তরুণ প্রজন্মের মধ্যে যুক্তি, চিন্তা ও যুক্তিপূর্ণভাবে মত প্রকাশের অভ্যাস গড়ে তোলা জরুরি। এমন আয়োজন সেই চর্চাকে এগিয়ে নিতে সহায়ক।’
অনুষ্ঠানের আয়োজক বসুন্ধরা শুভসংঘ বেরোবি শাখার নেতারা জানান, শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তিবোধ ও বক্তৃতার দক্ষতা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা জানান।
বিডি-প্রতিদিন/ আশফাক