পদক জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান যুব গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী ২২-৩১ অক্টোবর বাহরাইনে অনুষ্ঠিত হবে তৃতীয় এশিয়ান যুব গেমস। আগের দুটি আসরে অংশ নিলেও শূন্য হাতেই ফিরে আসেন বাংলাদেশের অ্যাথলেটরা। তবে এবারের আসরে অন্তত কাবাডি, রেসলিং ও গলফে পদক জয়ের আশা করছে বাংলাদেশ। এশিয়ান যুব গেমসের তৃতীয় আসরে ৪৫টি দেশের ৪ হাজারেরও বেশি ক্রীড়াবিদ অংশ নেবে। ২৬টি ক্রীড়া ডিসিপ্লিনের ২৫৯টি ইভেন্টে লড়াই করবেন তারা। ১৩টি ক্রীড়া ডিসিপ্লিনে বাংলাদেশের মোট ৬০ জন ক্রীড়াবিদ অংশ নেবেন। অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বক্সিং, বাস্কেটবল (থ্রি অন থ্রি), সাইক্লিং, গলফ, জুডো, কাবাডি, সুইমিং, টেবিল টেনিস, তায়কোয়ানডো, ভারোত্তোলন ও রেসলিংয়ে লড়াই করবেন বাংলাদেশের অ্যাথলেটরা। কাবাডিতে ছেলে ও মেয়ে দলে আছে মোট ২৮ জন। বাকি ৩২ জন খেলবেন অন্যান্য ইভেন্টে। ৬০ জনের মধ্যে ৩৬ জন পুরুষ ও ২৪ জন নারী ক্রীড়াবিদ। ৬০ জন ক্রীড়াবিদের সঙ্গে যাচ্ছেন ২১ জন কোচ ও কর্মকর্তা।
প্রতিবারই গেমসগুলোতে বড় আশা নিয়ে অংশ নেয় বাংলাদেশ। তবে শূন্য হাতেই ফিরে আসে তারা। এবার কেবল আশা নয়, দৃঢ় লক্ষ্য নিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেফ দ্য মিশন হুমায়ুন কবীর বলেন, ‘আমরা গত তিন মাস ধরে নিবিড় অনুশীলন করেছি। দলগুলোর উন্নতি পর্যবেক্ষণ করেছি।’ গেমসে এবার দেশের পতাকা উড়ানোর স্বপ্ন দেখছেন তিনি। প্রতিবারই গেমসে শৃঙ্খলা ভঙ্গের ঘটনা দেখা যায়। এবার ডিসিপ্লিনের দিক দিয়ে কোনো ছাড় দেবেন না বলে জানালেন শেফ দ্য মিশন। ১৪-১৮ বছর বয়সিরা এই গেমসে অংশ নেবেন। এদের মধ্য থেকেই ভবিষ্যৎ তারকাদের খুঁজে পাওয়া যাবে বলে আশা করছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। এশিয়ান যুব গেমসে অংশ নিতে এরই মধ্যে কাবাডি দল বাহরাইন পৌঁছে গেছে। বাকি দলগুলো নিজেদের সূচি অনুযায়ী দেশ ছাড়বে।