কার্তিক মাস শুরু হয়েছে। এখনো শীতের আমেজ শুরু হয়নি। তবে বরিশালের উজিরপুর উপজেলার বিলে এসে ভিড় করছে অতিথি পাখি। এসব অতিথি পাখি শিকার শুরু করেছে শিকারিরা। প্রতিদিনই উপজেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যে অতিথি পাখি বিক্রি হয়। তবে গতকাল রক্ষা পেয়েছে ২১টি বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। বিক্রির আগে পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। পাখিগুলোর মধ্যে ১৬টি সরাইল, ডুংগুর তিনটি এবং একটি করে চ্যাগা ও ডাহুক ছিল।
স্থানীয়রা জানিয়েছেন, উজিরপুর উপজেলার সাতলা ও হারতার বিলে অতিথি পাখি এসেছে। সবচেয়ে বেশি পাখি এসেছে সাতলার বিলে। খাবারের সন্ধানে আসা এসব পাখি বর্তমানে চোরা শিকারিদের কারণে প্রাণ হারাচ্ছে। সাতলার নয়াকান্দি এলাকায় প্রতিদিন সকালে প্রচুর অতিথি পাখি প্রকাশ্যে বিক্রি হয়। এ ছাড়া মশাং, জল্লাসহ বিভিন্ন বাজারে সকালে পাখি বিক্রির হাট মেলে। সাতলা বিলে পর্যটকদের নিয়ে ঘুরে বেড়ানো নৌকার মাঝিরা জানে অতিথি পাখি কারা শিকার কওে, কার বাড়িতে কী পরিমাণ অতিথি পাখি রয়েছে। প্রতিদিন স্থানীয় শিকারিরা দেশীয় ফাঁদ ও জাল দিয়ে প্রচুর অতিথি পাখি শিকার করে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল ২১ পাখিসহ এক বিক্রেতাকেও আটক করা হয়েছে।
এ বিষয়ে বন বিভাগের ডেপুটি রেঞ্জার নুরুল ইসলাম বিশ^াস বলেন, উজিরপুরে বিভিন্ন বিলে অতিথি পাখি আসতে শুরু করেছে। জানতে পেরেছি অতিথি পাখি শিকার করা হচ্ছে। পাখিগুলো যেন শিকার করা না হয় তাই সচেতনতামূলক প্রচারণা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। উজিরপুর উপজেলা প্রশাসনও বিভিন্ন সভায় সচেতন করছেন। উপজেলার মশাং বাজারে বিক্রির জন্য নিয়ে আসা ২১টি অতিথি পাখিসহ বিক্রেতাকে আটক করা হয়। ভবিষ্যতে আর কখনো পাখি বিক্রি করবে না মুচলেকা রেখে বিক্রেতাকে ছেড়ে দেওয়া হয়েছে।