ভারতের মহারাষ্ট্র রাজ্যের নন্দুরবার জেলার চাঁদসাইলি ঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন। শনিবার সকালে যাত্রীবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ট্রাকটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাঁরা কাছাকাছি এক ধর্মীয় অনুষ্ঠান থেকে নিজেদের গ্রামে ফিরছিলেন।
দুর্ঘটনার সময় ট্রাকটি প্রথমে রাস্তার পাথরে ধাক্কা খেয়ে ভারসাম্য হারায়, এরপর সোজা খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তালোদা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, তবে দুর্গম এলাকা ও দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিস জানায়, ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়েমুচড়ে গেছে।
আহতদের প্রথমে তালোদা সাবডিস্ট্রিক্ট হাসপাতাল, পরে নন্দুরবার জেলা হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নাশিকের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন আহতদের চিকিৎসা ব্যয়ের পুরো দায়িত্ব নিয়েছে।
নন্দুরবারের পুলিশ সুপার শ্ৰবণ দাথ বলেন, “প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, অতিরিক্ত যাত্রীবোঝাই এবং মেয়াদোত্তীর্ণ যানবাহনই দুর্ঘটনার মূল কারণ।”
তিনি আরও জানান, চালককে আহত অবস্থায় উদ্ধার করে তাঁর জবানবন্দি নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক নীলেশ সাগর বলেন, “চাঁদসাইলি ঘাট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে দ্রুত সুরক্ষা বেড়া ও গতিনিয়ন্ত্রণ চিহ্ন বসানো জরুরি।” নিহতদের মধ্যে নারী, পুরুষ ও দুই কিশোর রয়েছে। আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ হাসপাতালে ভিড় করেছেন।
বিডি প্রতিদিন/আশিক