দক্ষিণ কোরিয়ার দেগু শহরে ২২ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিউচার ইনোভেশন টেক এক্সপো (FIX ২০২৫)। যেখানে একই ছাতার নিচে একত্র হয়েছে চারটি বড় প্রযুক্তি প্রদর্শনী। দেগু ইন্টারন্যাশনাল ফিউচার অটো অ্যান্ড মোবিলিটি এক্সপো (DIFA), দেগু রোবট এক্সপো (ROBEX), আইসিটি কনভারজেন্স এক্সপো কোরিয়া (ITCE) ও স্টার্ট-আপ অ্যারিনা।
এবারের মূল থিম—“The Future Already Begun, All on AI”, অর্থাৎ “ভবিষ্যৎ ইতিমধ্যেই শুরু—সবই এআই-নির্ভর।”
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে থাকবে ৫৮৫টি কোম্পানি, যা গত বছরের তুলনায় ৪১টি বেশি। এর মধ্যে ১১৭টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে—অংশগ্রহণের প্রায় ২০ শতাংশ।
অংশগ্রহণ:
৫৮৫টি প্রতিষ্ঠান, যার মধ্যে ১১৭টি বিদেশি।
ডিফা: ভবিষ্যতের যানবাহন
-
বৈদ্যুতিক ও হাইড্রোজেনচালিত গাড়ি, স্বয়ংক্রিয় যান, ব্যাটারি প্রযুক্তি, এবং আকাশপথে চলাচলকারী যান।
-
বিশেষ আকর্ষণ: বৈদ্যুতিক উড়ন্ত যান, স্বয়ংক্রিয় পার্কিং রোবট, স্তর-৪ স্বয়ংচালিত শাটল, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা।
-
স্থানীয় কোম্পানি প্রদর্শন করবে দেশীয় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি উপাদান, ইলেকট্রনিক পেডাল ব্যবস্থা, এবং উন্নত সার্কিট বোর্ড।
-
প্রাচীন গাড়ির প্রদর্শনীতে থাকবে ফোর্ড মডেল টি ও পোরশে ৩৫৬।
রোবেক্স: রোবট প্রযুক্তি
-
সেবা, শিল্প ও মানবাকৃতির রোবটের প্রদর্শনী।
-
কোরিয়ার প্রথম মানবাকৃতি রোবট, শিল্প ও সেবামূলক রোবট, এবং রোবট বক্সিং প্রদর্শনী।
আইসিটি: তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা
-
কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, সাইবার নিরাপত্তা, ভার্চুয়াল বাস্তবতা এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তি।
-
দেশীয় ভাষাভিত্তিক AI মডেল, চিপ নকশা ও উন্নত সার্কিট প্রযুক্তি প্রদর্শন।
স্টার্ট-আপ অঙ্গন
-
তরুণ উদ্যোক্তা ও বড় কোম্পানির মধ্যে সরাসরি সহযোগিতা।
-
আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে কাজের সুযোগ।
সূত্র: উবার গিজমো
বিডি প্রতিদিন/আশিক