সিন্ডিকেট দূরীকরণের মাধ্যমে কৃষকদের মাঝে সার সরবরাহ নিশ্চিতকরণ ও সার সংকট নিরসনে বিশেষ বরাদ্দের দাবিতে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিমের নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমনের হাতে স্বারকলিপিটি প্রদান করেন দলটির নেতাকর্মীরা।
স্বারকলিপিতে বার্ষিক চাহিদার আলোকে নির্দিষ্ট মৌসুমে পর্যাপ্ত সার বরাদ্দ প্রদান এবং তার সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা, সার সরবরাহ ব্যবস্থায় কঠোর তদারকির ব্যবস্থা চালু করা, কৃষকদের নির্ধারিত দামে সার বিক্রয় নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও কৃষি অফিসের তৎপরতা বৃদ্ধি করা, সার আমদানি, পরিবহন ও গুদামজাতকরণে কোনো অনিয়ম বা কালোবাজারি সিন্ডিকেট যেন না ঘটে সে বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, চলতি অর্থবছরে কৃষি খাতে নির্ধারিত বাজেটের আলোকে ঠাকুরগাঁও জেলায় সার সংকট নিরসনে দ্রুত প্রয়োগ ও বাস্তবায়ন শুরু করা, সার সংকট ও কৃষকের ক্ষতি পূরণে দ্রুত সহায়তা প্রদান করা, পাশাপাশি দীর্ঘমেয়াদি সার নীতি প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন এবং সামগ্রিক সার ব্যবস্থাপনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সমন্বয় আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তা জানানো হয়।
বিডি প্রতিদিন/জামশেদ