আসন্ন জাতীয় নির্বাচনে যশোরের শার্শা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচনের বাহানা করে ভোট বন্ধের পাঁয়তারা চালাচ্ছে।
সোমবার শার্শার বালুন্ডা গ্রামের দক্ষিণ পাড়ায় এক উঠোন সমাবেশে তিনি এ কথা বলেন।
তৃপ্তি বলেন, দেশ আজ গভীর সংকটে আছে। এক গোষ্ঠী পরিকল্পিতভাবে আগুন লাগাচ্ছে। বিগত দিনগুলোতে যেভাবে আগুন লাগিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, সেই একইভাবে আবারও আগুন সন্ত্রাস চালানো হচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে।
বালুন্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস বিশ্বাস, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এমদাদুল হক এমদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবুল, বিএনপি নেতা আতাউর রহমান আতা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল