ইয়েমেনের সামরিক বাহিনীর প্রয়াত চিফ অফ স্টাফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদ আল-করিম আল-গামারির জানাজায় গ্র্যান্ড মুফতি শেখ শামসুদ্দিন শরাফুদ্দিন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ফতোয়া জারি করে বলেছেন, ইসরায়েল ও আমেরিকার শত্রুদের সঙ্গে যারা সহযোগিতা করবে, তারা ধর্মত্যাগী এবং তাদের অবশ্যই চিহ্নিত করে কর্তৃপক্ষের কাছে সোপর্দ করতে হবে।
গ্র্যান্ড মুফতি শরাফুদ্দিনের নেতৃত্বে সানা’র সবায়িন স্কোয়ারে অনুষ্ঠিত আল-গামারির জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
জানাজার ভাষণে শেখ শরাফুদ্দিন বলেন, যে অন্যায় শুরু করে বা অন্যায়কারীদের আশ্রয় দেয় তার ওপর আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানুষের অভিশাপ বর্ষিত হবে। তিনি প্রমাণিত সকল বিশ্বাসঘাতকের জবাবদিহি নিশ্চিত করার জন্য কঠোর আহ্বান জানান।
শরাফুদ্দিন বলেন, আল-গামারি ও তার সহযোদ্ধাদের শাহাদাত মুমিনদের জন্য এক পরীক্ষা। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি স্মরণ করিয়ে দেন, আমি নিশ্চিতভাবে তোমাদেরকে কিছুটা ভয় ও ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। তিনি বলেন, এই আত্মত্যাগ নিপীড়িত জনগণের সমর্থনে ইয়েমেনের অবিচল, বিশ্বাস-চালিত অঙ্গীকারকে তুলে ধরে।
আল-গামারি ২০১৬ সাল থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি মারিবের যুদ্ধ এবং লোহিত সাগরের অভিযানসহ মূল সংঘাতগুলিতে ইয়েমেনকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি গাজা ও ফিলিস্তিনি প্রতিরোধকে সক্রিয়ভাবে সমর্থন করার জন্য ইয়েমেনের সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন।
ইসরায়েলি আগ্রাসনে আহত হওয়ার পর এই জেনারেলের মারা যান। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বলেছে, ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে।
সূত্র: আল মায়াদিন
বিডি প্রতিদিন/নাজমুল