ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে প্রস্তাবিত শীর্ষ সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানো হলে তিনি যোগ দিতে প্রস্তুত। যদিও বৈঠকের স্থান নিয়ে কিছুটা সংশয় রয়েছে তার।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি জানান, ত্রিপাক্ষিক (তিনজনের) বৈঠকের কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে তিনি তা গ্রহণ করবেন। তিনি বলেন, যদি আমাকে বুদাপেস্টে আমন্ত্রণ জানানো হয়, যদি এটি এমন আয়োজন হয় যেখানে আমরা তিনজন বসবো অথবা যাকে শাটল ডিপ্লোম্যাসি বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে এবং প্রেসিডেন্ট ট্রাম্প আমার সঙ্গে বৈঠক করবেন; তাহলে যেকোনো ধরনের বৈঠকে বসতে সম্মত হব।
বুদাপেস্টকে বৈঠকের স্থান হিসেবে বেছে নেওয়া নিয়ে জেলেনস্কি সতর্ক রয়েছেন। এর কারণ হলো হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মস্কোর সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন। কিয়েভের প্রতি তাঁর মনোভাব বেশ প্রতিকূল।
বুদাপেস্টে এই শীর্ষ সম্মেলনের জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ ধার্য করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে। ফেব্রুয়ারি ২০২২ সাল থেকে চলমান ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে ট্রাম্প জেলেনস্কিকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন।
যদিও ট্রাম্পের পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত প্রস্তাব দেওয়া হয়নি। তার অবস্থানেও কিছুটা অস্থিরতা দেখা যায়। সম্প্রতি আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পরও অর্থপূর্ণ ছাড় না দেওয়ায় তিনি হতাশা ব্যক্ত করেন। তবে তিনি ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে জেলেনস্কির পক্ষে সায় দেননি।
সূত্র: আল মায়াদিন
বিডি প্রতিদিন/নাজমুল